Skip to content

বৃহত্তম গণতন্ত্রের উৎসবে সামিল Google !

নিজস্ব সংবাদদাতা : Google বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসবে সামিল। দেশজুড়ে শুরু গণতন্ত্রের উৎসব। দেশের ১৮ তম লোকসভা নির্বাচন শুরুর দিনে নতুন ডুডল প্রকাশ করল তারা। আঙুলে কালি দেওয়া ভোটের চিহ্নেই সেজে উঠল গুগল এর ডুডল। গুগল শব্দটির মধ্যেই আঙুলে কালি দিয়ে ভোটদানের চিহ্ন মিলিয়ে তৈরি করা হয়েছে এই ডুডল। প্রসঙ্গত, নির্বাচনের প্রথম দফায় আজ ভোট হচ্ছে দেশের ১০২টি কেন্দ্রে। সাত দফার মধ্যে প্রথম দফাতেই সবচেয়ে বেশি আসনে ভোট হচ্ছে। শুক্রবার দেশের ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে ১০২টি আসনে। এই তালিকায় আছে পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্র। এছাড়াও অরুণাচল প্রদেশ (২), অসম (৫), বিহার (৪), ছত্তিশগড়়(১), মহারাষ্ট্র (৫), মণিপুর (১), মেঘালয় (২), মিজোরাম (১), নাগাল্যান্ড (১), রাজস্থান (১২), সিকিম (১), তামিলনাড়ু (৩৯), ত্রিপুরা (১), উত্তরপ্রদেশ (৮), মধ্যপ্রদেশ (৫), উত্তরাখণ্ড (৫), আন্দামান ও নিকোবর (১) জম্মু ও কাশ্মীর (১) লাক্ষাদ্বীপ (১) পুদুচেরির (১) মতো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হবে। তবে এই ডুডলের ডিজাইন কে করেছেন সেই নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। শুক্রবার সারাদিন গুগলের হোমপেজে জ্বলজ্বল করবে এই নয়া ডুডল।

Latest