নিজস্ব সংবাদদাতা : শনিবার সকালে কলকাতা থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল একটি সরকারি বাস। ডেবরা বাজারের কাছে ট্র্যাফিক সিগন্যালে দাঁড়ায় বাসটি। ওই বাসের পিছনেই ছিল একটি মোটর বাইক। সিগন্যাল রেড থাকা অবস্থাতেও ওই বাইক বাম দিক দিয়ে ওভারটেক করার চেষ্টা করে এবং ক্রমাগত হর্ন বাজাতে থাকে বলে অভিযোগ। ফের শহরে মোটর বাইকের দাদাগিরি।

কিন্তু, ওইসময় যাত্রী ওঠানামা করায় ওভারটেক করার সুযোগ পায়নি মোটর বাইক চালক।এর পরে সিগন্যাল সবুজ হলে বাস ছাড়ে। কিন্তু, ডেবরা বাজার থেকে কিছুটা এগোনোর পর হঠাৎই ওই সরকারি বাসের সামনে এসে যায় একটি মোটর বাইক চালক। ফের থামতে হয় ওই বাসকে। ফলে পিছনে থাকা মোটর বাইককেও থামতে হয়। আর তাতেই ক্ষেপে যায় মোটর বাইক চালক ।এমনই অভিযোগ তুলে ওই বাসের সামনে বাইক দাঁড় করিয়ে সোজা চালকের গেট দিয়ে বাসে উঠে চালককে বেধড়ক মারধর করেন ওই বাইক চালক। তাঁর সঙ্গে এক মহিলা-সহ আরও বেশ কয়েকজন মারধর করেন বলে অভিযোগ।এ দিন দুপুর নাগাদ ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ডেবরা বাজার সংলগ্ন এলাকায়। দ্রুত ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ডেবরা বাজারে ট্র্যাফিকের দায়িত্বে থাকা পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। বাস চালককে উদ্ধার করে ভর্তি করা হয় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। আটক করা হয় অভিযুক্ত বাইক চালক সহ বেশ কয়েকজনকে।