Skip to content

হলদিয়া পৌরসভার উদ্যোগে পরিবেশ অ্যাপ চালু হল!

1 min read

নিজস্ব সংবাদাতা : দেশের রাজধানী দিল্লি কিংবা অন্য বড় নগর, শহরে দূষণ কথা প্রায় শোনা যায়। কিন্তু এ রাজ্যের ক্ষেত্রে দূষণ সব থেকে বেশি হয় পূর্ব মেদিনীপুর জেলার শিল্পতালুকে হলদিয়াতে। আর তাই সেই বিষয়ে নিয়ে আবার বড় উদ্যোগ নিল হলদিয়া পৌরসভা।কার্বন, সালফার সহ বিভিন্ন রাসায়নিক মেশা ধুলোর দাপটে শিল্প সংস্থার দামি মেশিনও বিকল হচ্ছে বলে অভিযোগ। ধূলিকণা দূষণ থেকে শহরবাসীকে রেহাই দিতে এবার কুয়াশা-কামান কেনার নতুন উদ্যোগ নিয়েছে পুর কর্তৃপক্ষ। এই ধরনের কামান কিনতে খরচ হবে প্রায় ৩৫-৪০ লক্ষ টাকা। শহরের রাস্তায় দূষিত ধুলোর দাপট কমাতে কামানের মতো মেশিনের সাহায্যে কৃত্রিম কুয়াশা তৈরি করা হবে। ধূলিকণা কুয়াশার সঙ্গে মিশে ভারী হয়ে মাটিতে নেমে এলে খানিকটা দূষণমুক্ত হবে বাতাস। ‘ন্যাশনাল ক্লিয়ার এয়ার প্রোগ্রাম’ সংক্ষেপে এনক্যাপ তহবিল থেকে এই কামান কেনার উদ্যোগ শুরু করেছে পুরসভা। এবার পুজোর মুখে রাজ্য থেকে এনক্যাপ প্রকল্পের প্রায় ৩ কোটি টাকা পেয়েছে হলদিয়া পুরসভা। সেই টাকা থেকেই কুয়াশা-কামান কেনা হবে বলে জানিয়েছে পৌরসভার কর্তৃপক্ষ।

Latest