Skip to content

দুই সিভিক ভলান্টিয়ররা টাকা নিয়ে জাল সার্টিফিকেটে দুর্নীতি !

পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। কুমারচকের বাসিন্দা বাহাদুর চন্দ্রদাস কারখানায় কাজ করবেন বলে তাঁর পুলিশ ভেরিফিকেশনের সার্টিফিকেটের প্রয়োজন ছিল। আর সেই সুযোগকেই কাজে লাগায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ররা। অভিযোগ, ওই ব্যক্তিকে নকল সার্টিফিকেট গছিয়ে তাঁরা কাছ থেকে ৫০০ টাকা হাতায় তাঁরা। এরপরই বাহাদুর গিয়ে গত ১ এপ্রিল দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে সিভিক ভলান্টিয়রদের গ্রেফতার করে দুর্গাচক থানার আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ররা হলেন সঞ্জয় মান্না ও অনির্বাণ দাস। দু’জনকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে তথ্য হলে বিচারক সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখে তাঁদের ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Latest

খড়গপুরে বন্ধুদের সাথে চা খাওয়ার সময় তারা দুষ্কৃতী মাতালদের হামলার শিকার পুলিশের আইবি শাখায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু!