ঢাকা, জাকির হোসেন: গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্ত থাকার প্রমাণ পেয়েছে গুম-সংক্রান্ত তদন্ত কমিশন (দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স)। একই সঙ্গে গুম হওয়া ব্যক্তিদের বিচার প্রক্রিয়া শুরু সহ র্যাব বিলুপ্তির সুপারিশও করা হয়েছে কমিশনের রিপোর্টে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন সদস্যরা তাঁদের প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন। ১,৬৭৬টি অভিযোগের মধ্যে ৭৫৮ জনের অভিযোগ কমিশনের সদস্যরা যাচাই করেছেন বলে জানানো হয়েছে ইউনূসকে। পরে, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে হাসিনার যুক্ত থাকার প্রমাণ পেয়েছে কমিশন। হাসিনা প্রশাসনের কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকের যুক্ত থাকার প্রমাণও মিলেছে। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার আত্মীয় ও নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) প্রাক্তন মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রাক্তন প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ও প্রাক্তন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। গুমের শিকার ব্যক্তিদের বিচার প্রক্রিয়া শুরু সহ এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির সুপারিশও করেছেন তদন্ত কমিশনের প্রধান মইনুল ইসলাম চৌধুরী।