দুর্গাপুর, নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার বিকেলে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের হরিপুর হিন্দি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের কিছুটা অংশ পড়ল ধসের কবলে। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুরো এলাকায়। মূলত, পশ্চিম বর্ধমানের অন্ডাল এবং পাণ্ডবেশ্বর জুড়ে রয়েছে একাধিক কয়লা খনি। যার বেশির ভাগেরই ইসিএলের। কয়লা উত্তোলনের পর ভূগর্ভ এর ফাঁকা অংশ বালি দিয়ে ভরাট না করার জন্য বারে বারেই ঘটছে ধসের ঘটনা । স্থানীয় এক বাসিন্দা বলেন,"ইসিএল ম্যানেজমেন্টকে বারবার বলছি। কিন্তু কোনও কর্ণপাত করছেন না। এর আগে একটি স্কুলে ধস নেমেছিল। আমরা জানি না কেন ওরা গ্রামের মানুষের সঙ্গে প্রতারণা করছেন।” ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশা মণ্ডল। উপস্থিত হন পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও ইসিএলের আধিকারিকরাও। হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আশা মন্ডলের অভিযোগ, "বারে বারে এই ধরনের ঘটনা ঘটছে তবুও ইসিএল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছেন না। এলাকার বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে আছে"। যদিও, এই বিষয়ে ইসিএল আধিকারিক পঙ্কজ কুমার ঝাঁ এর কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।