Skip to content

নিজস্ব সংবাদদাতা : ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের ডক্টরেট ডিগ্রি বিতর্কে সরগরম । বিভিন্ন সংবাদ মাধ্যমে তাঁর ডক্টরেট ডিগ্রি ‘ভুয়ো’ বলে খবর প্রকাশিত হয়েছে। সেইসঙ্গে RTI-এর একটি রিপোর্টও প্রকাশ্যে এসেছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে, তিনি আইআইটি খড়গপুরের রিসার্চ ফেলো নন। সেখানকার কর্মী বা গবেষকও নন। আর তার পরই খড়গপুর জুড়ে হিরণের পোস্টারে সাদা চুন লাগানো হয়েছে। আম আদমি পার্টির তরফে তাঁর মনোনয়ন বাতিলের দাবি উঠেছে। এই নামের কোন রিসার্চ ফেলো নেই। এই অভিযোগ খতিয়ে দেখা হবে বলে আশ্বস্ত করেছে কমিশন।তথ্য অনুযায়ী, ড. হিরন্ময় চট্টোপাধ্যায় 'সরাসরি' আইআইটি খড়গপুর এর কোনও গবেষণা-কর্মের সঙ্গে যুক্ত নন। তিনি আইআইটি খড়গপুরের গবেষক কর্মী বা পড়ুয়া ও নন। শুধুমাত্র একটি বেসরকারি সংস্থার প্রজেক্টে (Sponsored Project) পোস্ট পিএইচডি গবেষণা (Post PhD Research) করছেন অধ্যাপক সুমন চক্রবর্তী-র অধীনে। এই বিষয়ে ২৩ মে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরণ-ও প্রতিটি বিষয় স্পষ্ট করেছেন। তাঁর বক্তব্যের স্বপেক্ষে তথ্য বা ডকুমেন্টস ও তুলে ধরেছেন। হিরণ জানিয়েছেন, তিনি পিএইচডি করেছেন বা ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন মেঘালয়ার প্রাইভেট ইউনিভার্সিটি সিএমজে বিশ্ববিদ্যালয় থেকে। এরপর, আইআইটি খড়গপুরের থেকে তিনি 'পোস্ট পিএইচডি' করছেন (২০২৩ সালের মে মাস থেকে)। তাঁর এই তিন বছরের গবেষণাটি 'স্পনসর্ড' (Sponsored) বলেও জানিয়েছেন তিনি। বেসরকারি এক সংস্থার হয়ে তিনি গবেষণা করছেন আইআইটি খড়াপুরের 'জাতীয় পুরস্কার' প্রাপ্ত অধ্যাপক 'প্রফেসর' ড. সুমন চক্রবর্তী-র অধীনে। হিরণ এই সংক্রান্ত যে তথ্য প্রদান করেছেন, সেখানেও এই বিষয়টি স্পষ্ট হয়েছে। এই বিষয়ে ওই প্রজেক্টের কো-অর্ডিনেটর তথা এশিয়ার সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে অন্যতম অধ্যাপক সুমন চক্রবর্তী প্রদত্ত যে তথ্য সামনে এসেছে, তাতে উল্লেখ করা হয়েছে, আইআইটি খড়াপুরের অধীন কোনও গবেষণা-কর্ম নয়, একটি বেসরকারি সংস্থার আর্থিক সহায়তায় পরিচালিত পোস্ট পিএইচডি সংক্রান্ত গবেষণা করছেন।

RTI report
document

Latest