পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ফারসি ভাষায় ‘শব’ শব্দের অর্থ রাত। আর ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে একে বলে ‘লাইলাতুল বরাত’, অর্থাৎ সৌভাগ্যের রাত।আজ পবিত্র শবে বরাত উপলক্ষে মেদিনীপুর শহরের সমগ্র মুসলিম সম্প্রদায়ের মানুষ শহরের অন্যতম ঐতিহ্যবাহী তাঁতিগেড়িয়া কবর স্থানে পূর্ব পুরুষ যারা ইহ লোক ত্যাগ করছেন উনাদের আত্মার শান্তি কামনার উদ্যেশ্যে সকলে হাজির হন। তাঁতিগেড়িয়া কবরস্থান উন্নয়ন কমিটির তরফ থেকে সহযোগিতার জন্য বিশেষ ক্যাম্প বসানো হয়েছিল। বেশ কিছুদিন ধরে প্রার্থনা জায়গা গুলি কমিটির উদ্যোগে ও মেদিনীপুর পৌরসভার সহযোগিতায় ঝোপঝাড় গুলি পরিষ্কারের কাজ শুরু হয়েছিল।এই রাতে তাঁদের মৃত পূর্বপুরুষদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রার্থনার আয়োজন করেন। এই পবিত্র রাতে ধর্মপ্রাণ মুসলীমরা আত্মীয়-প্রতিবেশী-দুঃস্থ মধ্যে হালুয়া, ফিরনি সহ নানারকমের খাবার বিতরণ করে থাকে। রাতে মসজিদ, কবরস্থান এবং মাজারে গিয়ে চলে প্রার্থনা।তাঁতিগেড়িয়া কবরস্থান উন্নয়ন কমিটির তরফ উপস্থিত ছিলেন ২৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সত্য সুন্দর পড়িয়া। কবরস্থান কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন , সহ সম্পাদক আব্দুল ওয়াহাব খাঁন সহ অন্যান্য সদস্যরা।কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয় মেদিনীপুর পৌরসভা থেকে শুরু করে পুলিশ প্রশাসন ও শহরের প্রতিটি সচেতন নাগরিকদের যাদের সহযোগিতার ফলে এত সুন্দরভাবে অনুষ্ঠানটি তারা পালন করতে পারছে।