নিজস্ব সংবাদদাতা : দিল্লিতে মেসির প্রতিটি কর্মসূচি ছিল একদম ছকে বাঁধা, সময় ধরে ধরে। এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই ছিল মূল অনুষ্ঠান। সেখানে ৩৫ মিনিট কাটিয়েছেন মেসি। খুদেদের সঙ্গে খেললেন,দর্শকদের অভিবাদন গ্রহণ করলেন, সকলের সঙ্গে ছবি তুললেন।

একদম কাঁটায় কাঁটায় ছকে বাঁধা ছিল মেসির প্রতিটি পদক্ষেপ।এদিন মেসিকে স্বাগত জানিয়ে তার হাতে মেসি লেখা টিম ইন্ডিয়ার ১০ নম্বর জার্সি তুলে দেন আইসিসির প্রেসিডেন্ট জয় শা।

ভারতের জাতীয় দলের গোলরক্ষক অদিতি চৌহান,লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডে পলকে তাঁর জার্সি উপহার দেন। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আমন্ত্রণপত্রও উপহার দেন জয় শা। ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

এর পর খুদে ফুটবলারদের একাধিক দলের সঙ্গে ফুটবল খেলেন মেসি। দর্শকদের অভিবাদন গ্রহণ করেন, পায়ে বল নিয়ে গ্যালারিতে পাঠান, মেসি, সুয়ারেজ, ডি পলরা।

মাঠ ভর্তি দর্শক তখন মেসি-মেসি ধ্বনি তুলেছেন। তখন মেসি বলছেন, ‘এত ভালবাসা পাওয়া সত্যিই অসাধারণ ছিল। হ্যাঁ, আমরা জানি যে এই ভালবাসা নতুন নয়, সবসময়ই ছিল, কিন্তু প্রত্যক্ষভাবে অনুভব করা— উফ, অবিশ্বাস্য।

গত কয়েক দিনে সবাই আমাদের জন্য যা করেছেন, তা একেবারেই অবাক করে দেওয়ার মতো। তাই আমরা সবার ভালবাসা সঙ্গে করেই ফিরে যাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই আবার ফিরব। হয়তো কোনও একদিন ম্যাচ খেলতে, কিংবা অন্য কোনও উপলক্ষে। কিন্তু নিশ্চিতভাবেই আবার ভারত সফরে আসব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।