Skip to content

জয়ের পর আনন্দে ইমোশনাল হয়ে পড়ে রোহিত শর্মা!

ড্রেসিংরুমে রোহিতকে ঘিরে আবেগী দৃশ্য

নিজস্ব সংবাদদাতা : ২০২১-এ কোহলিকে সরিয়ে রোহিতের হাতে টিম ইন্ডিয়ার দায়িত্ব তুলে দেওয়া হয়। তারপর ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। দু-বারই অজি প্রাচীরে ধাক্কা খেয়েছে রোহিতের নেতা হিসেবে আইসিসির ট্রফি জয়ের স্বপ্ন। এবার শেষ সুযোগ তাঁর কাছে। ভারত কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে সেভাবে কোনও সেলিব্রেশনে মাতল না। সকলেই সমস্ত উদযাপন জমিয়ে রেখেছেন শনিবারের জন্য। রোহিত-ও দুর্ধর্ষ জয়ের পরে মোটেও উদ্বেলিত হলেন না। দলের ক্রিকেটাররা যখন পরষ্পরকে অভিবাদন জানাচ্ছেন, সেই সময় রোহিত ড্রেসিংরুমের ব্যালকনিতে চুপচাপ বসেছিলেন। আনমনা রোহিতকে চাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন স্বয়ং কোহলি। সেই সময়েই রোহিত মুখ চাপা দিলেন। তৃপ্তিতে চোখে জল?

তবে পার্থক্য একটাই প্রথম ছবিতে চোখের জলটা দুঃখের হলেও আজ চোখের জলটা আনন্দ ও উল্লাসের। দু'বছর আগে অ্যাডিলেডে সেমিফাইনালে হারের পরে ডাগ-আউটে বসে কেঁদে ফেলেছিলেন। আর আজ গায়ানায় সেই একই মঞ্চে সেই একই দলকে গুঁড়িয়ে দেওয়ার পরে ড্রেসিংরুমে গিয়ে আবেগে ভেসে গেলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা

Latest