নিজস্ব সংবাদদাতা : আগামী রবিবার ৯ই জুন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। রবিবার গোটা দিনই নিউইয়র্কে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময়ে সকালে ১১টা নাগাদ ৫১ শতাংশ বৃষ্টির হতে পারে। অর্থাৎ খেলা শুরুর আধ ঘণ্টার মধ্যেই বৃষ্টি নামতে পারে। আর এই ম্যাচটি ভেস্তে গেলে বড় চাপে পড়বে পাকিস্তান।এই ম্যাচটি যদি কোনও ভাবে বৃষ্টিতে ভেসে যায়, তবে পাকিস্তান কিন্তু চাপে পড়বে। পাক ব্রিগেডের এই ম্যাচ এখন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটি আমেরিকার কাছে অপ্রত্যাশিত ভাবে বাবর আজমরা হেরে যাওয়ার পর, পাকিস্তানের সুপার আট পর্বে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে, এই ম্যাচ জিততে হবে।
ভারত-পাকিস্তান ম্যাচের বাড়তি টিকিট বিক্রি করছে আইসিসি। মহারণকে কেন্দ্র করে টিকিটের চাহিদা বাড়ায় এমন পদক্ষেপ নিয়েছে ক্রিকেটার সর্বাধিক নিয়ামক সংস্থা। শুধুমাত্র ভারত-পাকিস্তান ম্যাচ নয়, আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচের বাড়তি টিকিট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।