নিজস্ব সংবাদদাতা : রবিবার মানেই কি ক্রিকেট ময়দানে পাকিস্তানের পরাজয়? গত একমাস ধরে অন্তত এই ছবিটা ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে খুব পরিচিত হয়ে উঠেছে। ২০২৫ এশিয়া কাপে ভারতের পুরুষ ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে পরপর তিনটে রবিবার জয়ের হ্যাটট্রিক করেছে। এবার পালা ছিল দেশের মহিলা ক্রিকেটারদের (Indian Women Cricket Team)।

আর সেই জয়ের ধারাবাহিকতা তারা অক্লেশে বজায় রাখল। ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে রবিবার অর্থাৎ ৫ অক্টোবর ভারত এবং পাকিস্তান (IND W vs PAK W) একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৮৮ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।