পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : খড়গপুর আইআইটি-তে ফের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহটি রবিবার দুপুরে ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো ময়না তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হবে।

শনিবার খড়গপুর আই আই টির বি.আর. আম্বেদকর হলের একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় প্রথম বর্ষের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর পি এইচ ডি ছাত্র হর্ষ কুমার পাণ্ডের (২৭) দেহ। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। মৃতদেহ উদ্ধার করে খড়্গপুর টাউন থানার অধীন হিজলি ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। হর্ষের বাবা, ডাক্তার মনোজ কুমার পাণ্ডে জানিয়েছেন— ছেলের মৃত্যুর আসল কারণ সম্পর্কে পরিবার কিছুই জানে না। পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগও তোলা হয়নি।প্রসঙ্গত, চলতি বছরেই খড়গপুর আইআইটিতে অস্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছে মোট ৬ জন ছাত্রের। এর মধ্যে ৫ জনের ক্ষেত্রেই ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। বার বার এমন ঘটনায় প্রশ্ন উঠছে আই আই টি খড়গপুরের নিরাপত্তা ও মানসিক পরিকাঠামো নিয়ে।