নিজস্ব সংবাদদাতা: বছরভর সাধারণের জন্য ঠায় দাঁড়িয়ে তাঁরা। বিপদে, আপদে, পথে ঘাটে, পরিত্রাণ। আজ তাঁদের দিন। ১ সেপ্টেম্বর, পুলিশ দিবস। রাজ্যের নানা জায়গায় এদিন পালিত হল পুলিশ দিবস, আড়ম্বরের সঙ্গে। তাই পুলিশ দিবস উপলক্ষ্যে ঘাটালের বন্যা কবলিত মানুষদের হাতে দশ হাজার বস্ত্র তুলে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার।

এখনও ঘাটাল পুর এলাকা-সহ ঘাটাল ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত বেশ কিছু এলাকা জলমগ্ন। কোথাও কোথাও হাঁটু সমান ও কোথাও কোমর সমান জল পেরিয়ে চলছে যাতায়াত। গ্রামীণ এলাকাগুলিতে রাস্তাঘাট এখনও জলের তলায়। এই পরিস্থিতিতে পুজোর আগে আশার আলো নিয়ে পাশে দাঁড়াল পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ। মনসুকা, সুলতানপুরের একঢেলে মোড় এবং ইড়পালা সহ একাধিক বন্যা কবলিত এলাকায় পুলিশ প্রশাসন সরাসরি পৌঁছে গিয়ে বন্যা দুর্গত মানুষদের হাতে নতুন পোশাক তুলে দেয়। বন্যা কবলিত এলাকায় গিয়ে নতুন শাড়ি, ধুতি, জামা ও ছোটদের পোশাক বিতরণ করা হয় পুলিশ প্রশাসনের তরফে। পুজোর আগে নতুন জামাকাপড় হাতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের আনন্দ ছিল দেখার মত।