Skip to content

বহিচাড় স্কুলে নেতাজির আবক্ষ মূর্তি উদ্বোধন!

পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকে অবস্থিত বহিচাড় বিপিন শিক্ষানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় পালিত হলো দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ জন্ম দিবস। জন্মদিন পালনের পাশাপাশি এদিন নেতাজির আবক্ষ মূর্তি স্থাপন করা হলো বিদ্যালয় প্রাঙ্গনে। বিদ্যালয়ের জীববিদ্যার সহকারী শিক্ষক অমলকুমার বিজুলির আর্থিক সাহায্যে মূর্তিটি স্থাপন করা হয়। উদ্বোধন করেন বিশিষ্ট নেতাজি গবেষক, মুখার্জি কমিশনের সদস্য তথা এস এস কে এম হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডাঃ মধুসূদন পাল ও বিশিষ্ট বিজ্ঞানী ড. অনির্বাণ দাস। ডাঃ মধুসূদন পাল এদিন ছাত্রছাত্রীদের সামনে নেতাজি সম্পর্কিত অনেক অজানা তথ্য তুলে ধরেন। অনির্বানবাবু নেতাজি সম্পর্কে আলোচনার পাশাপাশি 'কৃত্রিম মেধা' নিয়েও আলোচনা করেন। ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক আবৃত্তি, সংগীত, নৃত্যের মধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্কশেখর ঘোড়ই জানান, বিদ্যালয় প্রাঙ্গনে ইতিমধ্যেই বিভিন্ন মণীষী ও বিপ্লবীদের আবক্ষ মূর্তি স্থাপিত হয়েছে সহকারী শিক্ষকদের সহযোগিতায় এবং তাঁদের জন্মদিবস ও প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের ধারাবাহিক ভাবে উদ্বুদ্ধ করা হয় তাঁদের মতাদর্শে।

Latest