নিজস্ব সংবাদদাতা : অবশেষে ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা আনুষ্ঠানিকভাবে পুনরায় শুরু হয়েছে। এই ঐতিহাসিক পুনরারম্ভের সূচনা হয়েছে কলকাতা থেকে গুয়াংজু রুটে প্রথম ফ্লাইট চালুর মধ্য দিয়ে। রবিবার চীনের ভারতে নিযুক্ত দূতাবাসের মুখপাত্র ইউ জিং এক্স-এ পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি লেখেন, “চীন ও ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট এখন বাস্তবতা।সরাসরি বিমান সংযোগ পুনরায় শুরু হওয়ার ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়-এর এক নতুন অধ্যায় সূচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই উড়ান পরিষেবা কেবল ভ্রমণকে সহজ করবে না, বরং দুই দেশের ব্যবসায়িক ও বিনিয়োগ সম্পর্ক পুনর্গঠনে সহায়তা করবে। একজন বাণিজ্য বিশ্লেষকের ভাষায়, “এই রুট পুনরায় চালু হওয়া শুধু আকাশপথের সংযোগ নয়, এটি দুই এশীয় পরাশক্তির মধ্যে আস্থা পুনর্গঠনের প্রতীক।”পাঁচ বছর পর ভারত ও চীনের মধ্যে আকাশপথ আবার খুলে গেল— যা ভবিষ্যতের সহযোগিতা, যোগাযোগ এবং আঞ্চলিক স্থিতিশীলতার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।