নিজস্ব প্রতিবেদন : এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে বুধবার শিলংয়ের মাঠে ফ্রেন্ডলি ম্যাচে মলদ্বীপকে ৩-০ গোলে হারাল ভারত। অন্যদিকে ন’মাস পর অবসর ভেঙে প্রত্যাবর্তন ম্যাচে গোল করলেন তারকা ফুটবলার সুনীল ছেত্রী। ভারতের জার্সিতে ৯৫তম গোল করলেন সুনীল। ব্লু টাইগার্সের কোচ মানোলো মার্কুয়েজও তাঁকে ফেরার প্রস্তাব দিয়ে যে ভুল করেননি, তা প্রমাণ করলেন। এরই সাথে প্রীতি ম্যাচে জাতীয় দলের কোচ হওয়ার পর এই প্রথম জয়ের স্বাদ পেলেন মানোলো মার্কুয়েজও। সুনীল ছাড়াও গোল করলেন রাহুল ভেকে ও লিস্টন কোলাসো। আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারত। তার আগে এই জয় বাড়তি স্বস্তি দেবে ভারতীয় শিবিরে।