Skip to content

ইডেনের বাইশ গজে ভারত-বনাম ইংল্যান্ড টি২০ সিরিজ!

1 min read

নিজস্ব সংবাদদাতা:   বুধবার ২২ শে জানুয়ারী  অথাৎ আজ সন্ধ্যা ৭টার সময় ইডেন গার্ডেন্সে শুরু ভারত-ইংল্যান্ড টি২০ সিরিজ। দলে ফিরতে চলেছেন মহম্মদ শামি। সূর্যকুমার যাদব চাইবেন নতুন বছরের শুরুটা সিমিত ওভারের ফরম্যাটে জিতেই শুরু করতে। চ্যালেঞ্জ থাকছে গৌতম গম্ভীরের কাছেও। কারণ মেগা বর্ডার গাভাসকর সিরিজ হারের পর মেগা ইংল্যান্ড সিরিজ জিতলে তাঁর মানরক্ষা হবে।  গম্ভীর জানেন যে, ক্রিকেটে জয় তার পেছনে সমস্ত বিতর্ক মুছে ফেলতে পারে। তার জন্য জয়ই হলো আসল প্রমাণ, এবং এমন জয়ই তাকে পুনরায় তার জায়গায় প্রতিষ্ঠিত করবে। এই ম্যাচটি তার জন্য শুধু ভারতীয় দলের কোচ হিসেবে একটি চ্যালেঞ্জ নয়, বরং তার কেরিয়ারের নতুন একটি অধ্যায়ও হতে পারে।

Latest