নিজস্ব সংবাদদাতা : আবারও প্রমাণ করল ভারতীয় ফুটবল— বিদেশি কোচ নয়, দেশি কোচের হাতেই ফের দেশের মান উজ্জ্বল হতে পারে। কাফা কাপে রবিবার টাইব্রেকারে ৫৪ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী ওমানকে হারিয়ে তৃতীয় স্থান দখল করল ব্লু টাইগার্স। এই জয়ের নায়ক হয়ে উঠলেন গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, যিনি টাইব্রেকারে একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে ভারতকে গৌরব এনে দিলেন। ম্যাচের শুরু থেকেই ওমান আধিপত্য বিস্তার করলেও, ভারতীয় দলের লড়াকু মনোভাব চোখে পড়েছে সকলের। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই গুরপ্রীতের অনন্য দক্ষতা ও খেলোয়াড়দের স্নায়ু-যুদ্ধ জেতার মানসিকতা ভারতকে এনে দেয় কাঙ্ক্ষিত জয়। ভারতের ফুটবল ইতিহাসে এই জয় এক বিশেষ তাৎপর্য বহন করছে। ফিফা লিস্টে ওমান ভারতের থেকে বহু দূরে এগিয়ে থাকলেও, দেশি কোচের ছত্রছায়ায় শৃঙ্খলা, ট্যাকটিকস ও লড়াইয়ের মানসিকতায় যে ভারতীয় দল নতুন দিশা দেখাচ্ছে, তা পরিষ্কার হয়ে গেল। এই সাফল্যে উচ্ছ্বসিত সমর্থকরা বলছেন— “এবার ভারতীয় ফুটবল এগোচ্ছে নিজেদের ছন্দে। দেশি কোচই প্রমাণ করলেন, আমাদের খেলোয়াড়দের উপর ভরসা রাখলেই অসম্ভবকে সম্ভব করা যায়।” কাফা কাপে তৃতীয় স্থানের এই কৃতিত্ব ভারতীয় ফুটবলের নতুন দিশা তৈরি করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারত- ১ (উদান্তা)
ওমান- ১ (আহমাদি)
ভারত ৩-২ ব্যবধানে টাইব্রেকারে জয়ী।