নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক তেলের বাজারে দাম অগ্নিমূল্য। তবুও ভারত তুলনামূলক কম দামে রাশিয়া থেকে ক্রুড অয়েল আমদানি করে বিপুল সাশ্রয় করছে। ইউক্রেন যুদ্ধের সময় যখন ইউরোপীয় দেশগুলো রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিল তখন থেকেই অফারে রাশিয়ান তেল কেনা শুরু করে ভারত। এই চুক্তিতে একদিকে যেমন ভারতীয় অর্থনীতির ঘরে লক্ষ্মী প্রবেশ করছে, অন্যদিকে ক্ষুব্ধ হয়ে উঠেছে আমেরিকা। বিশেষত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েছে। আমেরিকা চেয়েছিল রাশিয়ার তেলের উপর নির্ভরশীলতা কমুক। কিন্তু ভারত ভিন্ন পথ বেছে নিয়ে সরাসরি রাশিয়ার কাছ থেকে বাজার দরের চেয়ে কম মূল্যে ক্রুড অয়েল কিনতে শুরু করে। এর ফলে দেশের আমদানি খরচে কয়েক হাজার কোটি টাকার সাশ্রয় হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্তে ভারতের পেট্রোল-ডিজেলের দামের উপর চাপ কিছুটা হলেও কম পড়েছে। পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারও অনেকটা রক্ষা পেয়েছে। তবে আমেরিকা বারবার চাপ সৃষ্টির চেষ্টা করলেও, ভারত সরকারের অবস্থান স্পষ্ট—"জাতীয় স্বার্থ আগে, তারপর আন্তর্জাতিক রাজনীতি"। একটি প্রতিবেদন বলছে আমেরিকাকে উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কেনায় অন্তত ১ হাজার ২৬০ কোটি ডলার বা ১ লক্ষ ১১ হাজার কোটি টাকারও বেশি লাভ করেছে ভারত।
ভারত-রাশিয়া তেল চুক্তি: আমেরিকার চাপে পাত্তা নেই, ভারতীয় অর্থনীতির ঘরে লক্ষ্মী লাভ?
