নিজস্ব সংবাদদাতা : ভারতের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ান ডে ও টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। ODI-সিরিজের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (CA)। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকা বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক দলে ফিরেছেন। তবে চমকপ্রদভাবে বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটার মার্নাস লাবুশেন। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সিরিজকে সামনে রেখে অভিজ্ঞতা ও ভারসাম্যকে গুরুত্ব দিয়েই দল সাজিয়েছেন নির্বাচকরা। ওডিআই বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি মাথায় রেখে বাঁ হাতি তারকা পেসার মিচেল স্টার্কের ফেরা অনেকটাই প্রত্যাশিত ছিল। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসর নেওয়া স্টার্ক বর্তমানে সীমিত ফর্ম্যাটে বেছে বেছে খেলছেন, আর ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নিজেকে ঝালিয়ে নেওয়ার এটিই আদর্শ সুযোগ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে হারায় অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট নতুন রক্ত আনতে বাধ্য হয়েছে। প্রথমবার ওডিআই দলে ডাক পেয়েছেন ম্যাট রেনশ, ম্যাট শর্ট এবং মিচেল আওয়েন — যা নিঃসন্দেহে বড় চমক। তবে বাদ পড়েছেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার মার্নাস লাবুশেন, যা নিয়ে ক্রিকেট মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। প্রথম ম্যাচ ১৯ অক্টোবর পারথে। অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচ ২৩ অক্টোবর এবং তৃতীয় ম্যাচ সিডনিতে ২৫ অক্টোবর। ভারতের বিপক্ষে এই সিরিজকে ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। দুই দেশের এই লড়াই যে রোমাঞ্চকর হতে চলেছে, তা বলাই বাহুল্য।

অস্ট্রেলিয়ার ওডিআই স্কোয়াড:- মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়েরিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল আওয়েন, ম্যাট রেনশ, ম্যাট শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

ভারতের ওডিআই স্কোয়াড: শুবমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (vc), অক্ষর প্যাটেল, কেএল রাহুল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, আরশদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, ধ্রুব জুয়েল, যশবি জয়েসওয়াল।