Skip to content

অকাল প্রয়াণ বলিউডে অভিনেতা মুকুল দেব!

নিজস্ব সংবাদদাতা :  শনিবার সকালেই শোকের ছায়া নামলো বিনোদন জগতে। প্রয়াত অভিনেতা মুকুল দেব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। শেষ ক'দিন ছিলেন আইসিইউতে।‌ শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হিন্দি মেগা, চলচ্চিত্রের পাশাপাশি বাংলা, পঞ্জাবি ভাষার ছবিতেও একাধিক কাজ করেছেন। মুকুলের অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শককে। মুকুল দেবের ভাই রাহুল দেবও একজন অভিনেতা। জানা যাচ্ছে, বাবা-মায়ের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মুকুল। কারওর সঙ্গে দেখা করতেন‌ না। অভিনয় জগৎ থেকেও দূরে ছিলেন তিনি। মুকুল দেবের অকস্মাৎ মৃত্যুতে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

May be an image of 1 person, beard and text that says 'প্রয়াত জনপ্রিয় অভিনেতা মুকুল দেব'

Latest