নিজস্ব সংবাদদাতা : এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়াল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ২০২৩-২৪ অর্থবর্ষে ইপিএফও -এ সুদের হার বাড়িয়ে ৮.২৫ শতাংশ করা হল। ফলে এবার থেকে পিএফ অ্যাকাউন্টে জমা পড়বে অতিরিক্ত টাকা। বর্তমানে পিএফে সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য় এই সুদ ধার্য করা হয়েছিল। এবার পিএফে সুদের হার আরও বাড়ল।এ দিন সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টের তরফে ইপিএফও-র ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৮.২৫ শতাংশ বাড়ানো হল। সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৬ কোটিরও বেশি পিএফ অ্যাকাউন্ট গ্রাহক। প্রতি মাসের হিসাবেই পিএফের সুদের হারের হিসাব করা হলেও, বছরে একবারই পিএফ অ্যাকাউন্টে এই সুদের টাকা জমা পড়ে।গত বছর কেন্দ্রের তরফে মোট ৯০,৪৯৭.৫৭ কোটি টাকা পিএফ বাবদ বন্টন করা হয়। ইন্টারেস্ট ক্রেডিট বা সুদের হার বাবদ অতিরিক্ত ৬৬৩.৯১ কোটি টাকা দেওয়া হয়েছিল।