নিজস্ব সংবাদদাতা : আজ ৩০ জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস।বন্ধু মানেই এক সাগর অনুভূতি, বন্ধু মানে একবুক প্রেম,বন্ধু মানে এক জ্যোৎস্না আলোক ছটা, বন্ধু মানে এক হৃদয় গভীর সম্পর্কের বন্ধন,বন্ধু মানেই সুখ-দুঃখের সাথী।আমাদের প্রত্যেকের জীবনে একজন প্রকৃত বন্ধু থাকা অবশ্যই প্রয়োজন,যে আমাদেরকে সঠিক দিশা দেখাবে এবং সমস্ত বিপদ থেকে রক্ষা করবে।তাই এই বন্ধুত্বের দিনটিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় এই দিনটিকে খুব আনন্দের সহিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে থাকে।সূত্রের খবর,আজ আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালন করলো পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার জনপ্রিয় দেউলা বাপুজী শিক্ষাসদন স্কুল।আজকে এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ ও বিদ্যালয়ের অন্যান্য সহকর্মীগণ এবং স্নেহের ছাত্র-ছাত্রীরা।আজ স্কুলের 'বন্ধু মহল ক্লাব' এর উদ্যোগে বিদ্যালয়ের গ্যালারিতে মুক্ত আকাশের নিচে এই দিনটিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের(নাচ,গান,কবিতা পাঠ এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রভৃতি)মধ্য দিয়ে খুব আনন্দের সহিত পালন করা হয়।এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্কুলের সহকারী শিক্ষক মাননীয় অনিন্দ্য সাউ মহাশয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন স্কুলের সহকারী শিক্ষকা মাননীয়া মৌসুমী মাইতি মহাশয়া।স্কুলের স্নেহের ছাত্র-ছাত্রীদের দ্বারাই পরিচালিত হয়েছিল বন্ধু দিবসের এই সাংস্কৃতিক অনুষ্ঠান।স্কুলের প্রধান শিক্ষক নিশিকান্ত কুইলা মহাশয় 'বন্ধু কে ও বন্ধুত্বের প্রয়োজনীয়তা' সম্পর্কে বক্তব্য রাখেন।বক্তব্য রেখেছিলেন সমাজতত্ত্বের শিক্ষক এবং তরুণ লেখক জয়দেব বেরা মহাশয়।তিনি 'সমাজ ও বন্ধুত্ব বিষয়ে' বক্তৃতা দেন।এই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় নিশিকান্ত কুইলা মহাশয় জানান,"আমাদের স্কুলে কম-বেশি সমস্ত ধরনের দিবস সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়ে থাকে।আমাদের স্কুল পড়াশোনার পাশাপাশি নানান রকমের সাংস্কৃতিক- সামাজিক ও শিক্ষামূলক কর্মকান্ডের সঙ্গেও সংযুক্ত।" সব মিলিয়ে আজকের এই দিনটিকে খুব আনন্দের সহিত পালন করলো বেলদার দেউলা বাপুজী শিক্ষাসদন স্কুল(উঃ মাঃ)।