Skip to content

নাগিনীরা চারিদিকে ফেলিছে বিষাক্ত নিঃশ্বাস - জাকির হোসাইন লস্কর

1 min read

বিশ্বের ইতিহাসে ২৭ শে জানুয়ারি একটি বিশেষ দিন। যদিও এশিয়া মহাদেশে এই দিনটি তেমন তাপ উত্তাপ না ছড়ালেও ইউরোপ তা এখনও ভুলে যায় নি। ১৯৪৫ সালের এই দিনটিতে রেড আর্মি মুক্ত করেছিল অউশভিৎজ। অউশভিৎজ হল বিশ্বের বৃহত্তম গণহত্যার এক সাইট। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নেতৃত্বে যতগুলি ক্যাম্প মাথা তুলেছিল পোল্যান্ডের অউশভিৎজ বার্কেনাউ সবচেয়ে কুখ্যাত।কথায় আছে বীরভোগ্য বসুন্ধরা। বসুন্ধরা কে ভোগ করতে বীরেরা বারে বারে হাতে তুলে নিয়েছে অস্ত্র। মানুষই হয় হয়েছে সেই অস্ত্রের আঘাতে। হয়েছে গনহত্যা। আজও হচ্ছে। কিন্তু অউশভিৎজের একটা নিদির্ষ্ট চৌহদ্দির মধ্যে যে এতো এতো মানুষকে মেরে ফেলা যায় এমনটা পৃথিবী আর কখনও দেখেনি। হিসাব বলছে এই একটি কনসেন্ট্রেশন ক্যাম্পে মারা হয়েছিল এগার লক্ষ মানুষকে।সবচেয়ে উল্লেখ্য এই যে সেদিন যারা এই মারণ যজ্ঞে মেতেছিল তারও অনেক বেশি সংখ্যার মানুষ সমর্থন করেছিল। বলেছিল, হ্যাঁ মারো, মেরে ফেল ওদের। বিপুল সংখ্যক মানুষ মুখে বলেনি, কিন্তু মনে মনে চেয়েছিল, মরে যাক ওরা; আরও বিপুল সংখ্যক মানুষ হয়তো মুখেও বলেনি মনেও চায় নি, কিন্তু নীরব থেকেছিল।বিশ্বের তাবড় তাবড় অথিতিরা ২৭ শে জানুয়ারি দিনটিতে এখানে আসেন মোমবাতি জ্বালাতে ফুল ছোঁয়াতে। সবচেয়ে মজার ব্যাপার সেদিনের যারা আক্রান্ত সেই ইহুদীদের দেশ ইসরাইল আর মুক্তি সেনার দেশ রাশিয়া দুইই অনুপস্থিত ছিল এ বছরের ২৭ শে জানুয়ারির এই অনুষ্ঠান।গাজা আর ইউক্রেনের যুদ্ধে আজ ওদের হাত রক্তে লাল। একদা যে আক্রান্ত এখন সে আক্রমণকারী। সময়ের কী নির্মম পরিহাস।আজকের ইউরোপে নব্য নাৎসি বাদের স্লোগান আর উন্মাদনা। শিক্ষা আমরা কিছুই নিতে পারি নি। শুধু ইউরোপ নয় একই রোগে আক্রান্ত এশিয়া আমেরিকা কে নয়! সর্বত্র একই পরিবেশ বিরাজমান। আর আমরা নীরব। পরিশেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে লিখিত PASTOR MARTIN NIEMOLLER এর লেখা কবিতাটাই হয়তো আমাদের উত্তর
THEN THEY CAME FOR ME
AND THERE WAS NO ONE LEFT
TO SPEAK OUT FOR ME.

Latest