Skip to content

শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার উদ্যোগে জলসত্র শিবির!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : আজ ২৬শে এপ্রিল শুক্রবার শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার উদ্যোগে জলসত্র শিবির আয়োজিত হল মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশ।বিশ্ব উষ্ণায়নের ফলে প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে ধরিত্রী মাতা উত্তপ্ত। রৌদ্রের প্রখর তাপে সমস্ত জীবজগতই বিপর্যস্ত। মানুষের ভুলে জঙ্গলের পর জঙ্গল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তার ফলেও তাপমাত্রা বেরেই চলেছে। অনাবৃষ্টি তাপমাত্রা বাড়ার আরো একটি বড়ো কারণ।গোটা দেশে জুড়ে তাপমাত্রা উর্ধমুখী। গত এক সপ্তাহের উপর তাপমাত্রা ৪০° থেকে ৪৫ °C চলে ওঠা নামা করছে । অথচ জরুরি প্রয়োজনে, সদর হাসপাতাল চিকিৎসার জন্য, বিভিন্ন অফিস আদালতে বহু প্রয়োজনে প্রত্যেকদিনই গ্রাম -গঞ্জ,মফস্বলের বহু মানুষকে শহরে আসতে হচ্ছে। জলদান জীবন দান" এই বার্তাকে সামনে রেখে মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশ শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার উদ্যোগে শুরু করল জলছত্র শিবির।সারাবছর ই শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার পরিবার কিছু না কিছু মানুষে উদ্যোগে করতেই থাকে। উপস্থিত ছিলেন শর্মিষ্ঠা চৌধুরী,অর্পিতা অধিকারী, অপর্ণা দাস, মধুমিতা শীল, সাংহতি সেনগুপ্ত, বর্ণালী মন্ডল, সোমা মন্ডল, হাসি মান্না, দীপান্বিতা সেন খান,রীতা দেব বেরা প্রমুখ। শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার এর পক্ষ থেকে কর্মীরা পথচলতি সাধারণ মানুষ সহ বাস,অটো,টোটো চালকদের হাতে তুলে দেন ঠান্ডা সরবত ও তরমুজ ও ছোলা ইত্যাদি।

Latest