Skip to content

অন্তত ২১ জনের জীবন শেষ,ভয়াবহ দুর্ঘটনা জম্মু-কাশ্মীরের পুঞ্চে!

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার জম্মুতে ভয়াবহ বাস দুর্ঘটনা হয়েছে ৷ ওই দুর্ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে ৷ আহত প্রায় ৪০ প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে যে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক ৷ ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে ৷ সেই কাজ শেষ হলেই পরিবারের কাছে খবর দেওয়া হবে ৷স্থানীয় সূত্রে খবর, বাসে করে উত্তরপ্রদেশ, রাজস্থান এবং হরিয়ানা থেকে আসা তীর্থযাত্রীরা শিব খোরি মন্দির দর্শনে যাচ্ছিলেন। তবে হাইওয়েতে আচমকা নিয়ন্ত্রণ হারানোর জেরে পাশের খাদে পড়ে যায় বাসটি। বিকট এক আওয়াজ হওয়ায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয়রা। তবে ঠিক কী ঘটেছিল, তা তদন্ত শেষ হওয়ার পরই জানা যাবে বলে পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের মত ৷

Latest