Skip to content

Japfa খড়গপুর প্ল্যান্টের তার কুড়ি তম বর্ষ পালন করলো!

অরিন্দম চক্রবর্তী : ২০০৫ সালে ইন্দোনেশিয়ার পোল্ট্রি মুরগির খাবার তৈরি কোম্পানি জাফা কমফিড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তৈরি হয়েছিল খড়্গপুর শহরের নিমপুরা ইন্ডাস্ট্রিয়াল পার্কে। ৭ই নভেম্বর সেই জাফার কুড়ি তম বর্ষ পালিত হল ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের চন্দন রায়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুলদীপ সিং। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন-বিভিন্ন শিল্পের উন্নতি ঘটা নয় সাহায্য করাই আমাদের কাজ। এইসব জায়গায় আরো যাতে কর্মসংস্থান হয় তার দিকে লক্ষ্য রাখায় আমাদের ডিউটি। প্রদীপ প্রজ্জলন করেন খড়্গপুর কলেজ মর্নিং সেকশনের প্রিন্সিপাল ইনচার্জ জগমোহন আচার্য। তিনি বলেন-২০ তম বার্ষিকীতে জাভা কোম্পানির আরো অগ্রগতি হোক এটাই আমি কামনা করি। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া সেলস সাইড থেকে বালাজি সুরুলি, পারচেজ বিভাগের নিগমানন্দ মিশ্র, ওয়েস্ট বেঙ্গল সেলস বিভাগ থেকে সত্যব্রত বেহের, প্ল্যান্ট ইনচার্জ প্রোগ্রাম দীপ্ত ও আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।JAPFA লিমিটেড একটি বহুজাতিক কৃষি-খাদ্য কর্পোরেশন যার সদর দপ্তর সিঙ্গাপুরে অবস্থিত। এর উৎপত্তি এবং প্রাথমিক কার্যক্রম ইন্দোনেশিয়ায় (যা PT JAPFA Comfeed Indonesia Tbk নামে পরিচিত) এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলি এশিয়ার অন্যান্য অংশে কাজ করে। কোম্পানিটি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং যথাক্রমে ১৯৮৯ এবং ২০১৪ সালে জাকার্তা স্টক এক্সচেঞ্জ এবং সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছিল। এর ব্যবসার মধ্যে রয়েছে মাছ এবং হাঁস-মুরগির পণ্যের পাশাপাশি পশুখাদ্য। অনুষ্ঠানে কুড়িজন স্থায়ী ও অস্থায়ী সিনিয়র কর্মচারীদের সম্বর্ধনা জানানো হয়। সেই সঙ্গে দিনটিকে স্মরণীয় করে রাখতে ফ্যাক্টরি চত্বরে কুড়িটি গাছ লাগানো হয়। ৮ই নভেম্বর নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের ১০০ জন রোগীকে ফল বিতরণ করা হয়।

Latest

SIR এর নামে নাগরিকদের হয়রানি সহ বিভাজন ও আতঙ্কের পরিবেশ সৃষ্টির চক্রান্ত বন্ধ এবং ঘুরপথে এন. আর. সি. চালু করার প্রতিবাদে এস ইউ সি আই কমিউনিস্ট দলের  বিক্ষোভ মিছিল!