নিজস্ব সংবাদদাতা : ২৩ শে ফেব্রুয়ারি রবিবার জওহর নবোদয় বিদ্যালয় মুর্শিদাবাদ শাখার কেন্দ্রীয় সরকারের আবাসিক বিদ্যালয় এক অভিনব উদ্যোগ নিয়েছে আর্ট এডুকেশন নিয়ে। ৩৫ জন ছাত্র ছাত্রী ওয়ার্ল্ড রেকর্ড এবং ইন্ডিয়া বুক রেকর্ড অংশগ্রহণ করতে চলেছে। গত 6 মাস ধরে ছাত্র ছাত্রী রা একটু একটু করে তারা তাদের আর্ট, ক্রিয়েটিভিটি প্রশিক্ষণ নিয়েছে ।তাদের শিক্ষক সোমনাথ বিশ্বাস নবোদয বিদ্যালয়ে অঙ্কন শিক্ষক কাছ থেকে।একসাথে ৩৫ জন ছাত্র ছাত্রী লাইভ ফেস মাস্ক বানাবে মডেল এবং পরিবেশ সচেতনতার বার্তা ।এই ব্যাপারে শিক্ষক সোমনাথ বিশ্বাস বলেন আইবিআর রেকর্ড সংস্থার সঙ্গে তারা তাদের সম্মতি দেন। স্কুলের অধ্যক্ষ শ্রী তপন কুমার মিস্ত্রী সব সময় তিনি এই ধরনের কাজকে উৎসাহ দিয়ে থাকেন।উনার অনুপ্রেরণায় অনেক কঠিন অসম্ভব কাজকে সম্ভব করে থাকেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্কুলের প্রতিযোগী ছাত্র ছাত্রী খুব খুশী যে এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ।আগে তারা এই ধরনের প্রতিযোগিতায় কখনও অংশ গ্রহন করে নি। কচিকাঁচা ও তরুণ তরুণীদের এই প্রয়াস মানুষের ভালো লাগবে বলে আশাবাদী অনেকেই। জানলে হয়ত অবাক হবেন, পড়ুয়াদের নিজস্ব ভাবনায়,প্রায় সবটাই সাজিয়ে তুলেছে পরিবেশ বান্ধব সামগ্রীর মধ্যে দিয়ে।