নিজস্ব সংবাদদাতা : হাড়কাঁপানো শীতে যখন জঙ্গলমহলের জনজীবন বিপর্যস্ত, তখন আর্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল ঝাড়গ্রামের স্বেচ্ছাসেবী সংস্থা ‘তেগোন ফাউন্ডেশন’। গত শনিবার, ২৭ ডিসেম্বর, বেলপাহাড়ী ব্লকের অন্তর্গত অত্যন্ত প্রত্যন্ত গ্রাম লবনি-তে এক শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কলকাতার ‘অনুভূতি ফাউন্ডেশন’-এর সহযোগিতায় এই মহতী উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হয়েছে।এদিন গ্রামের কয়েক’শ দুঃস্থ ও অসহায় মানুষের হাতে কম্বল ও গরম পোশাক তুলে দেওয়া হয়। কনকনে ঠান্ডায় নতুন শীতবস্ত্র হাতে পেয়ে লবনি গ্রামের বাসিন্দাদের মুখে স্বস্তির হাসি দেখা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত তেগোন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুমন্ত মুর্মু বলেন, “এ বছর জঙ্গলমহলে অন্য বছরের তুলনায় অনেক বেশি শীত পড়েছে। লবনি-র মতো প্রত্যন্ত এলাকার মানুষেরা এই তীব্র ঠান্ডায় ভীষণ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। জীবনযুদ্ধে তাঁদের এই লড়াইয়ে সামান্যতম সহায় হতে পেরে আমাদের ভালো লাগছে। আমরা আগামী দিনেও এই ধরণের সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করব।” উদ্যোক্তাদের এই মানবিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট জনেরা। শীতের মরসুমে যখন প্রত্যন্ত এলাকার মানুষ জবুথবু হয়ে দিন কাটাচ্ছেন, তখন এই ধরণের উদ্যোগ তাঁদের কিছুটা হলেও ওম জোগাবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।