Skip to content

সম্প্রীতির আঠারো বছর পূর্তি উপলক্ষ্যে পারিবারিক উদ্যোগে গোপীবল্লভপুরের আমরদাতে রক্তদান উৎসব!

1 min read

ঝাড়গ্রাম নিজস্ব সংবাদদাতা :  ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার আমরদা গ্রামে অনুষ্ঠিত হলো ভিন্ন ধরনের রক্তদান উৎসব। মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক, রক্তদান আন্দোলনের কর্মী সুদীপ কুমার খাঁড়া ও গৃহবধূ মৃন্ময়ী ভূঞ্যা খাঁড়ার একমাত্র কন্যা সম্প্রীতি গত ১৫ ই আগস্ট ১৮ বছর পূর্ণ করে ১৯ বছরে পা রেখেছে। তার এই আঠারোর পূর্ণতা উপলক্ষ্যে পিতা-মাতার ইচ্ছায় খাঁড়া ও ভূঞ্যা পরিবারের উদ্যোগে সম্প্রীতির মামাবাড়ির গ্রাম আমরদাতে সম্প্রীতির মামাবাড়ি 'ভূঞ্যা ভবন'-এ অনুষ্ঠিত হলো রক্তদান উৎসব। মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি,'আমারকার ভাষা, আমারকার গর্ব' এবং আমরদা রঘুনাথ স্মৃতি পাঠাগার ও ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই উৎসবে চার জন মহিলা সহ মোট পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন। স্থানীয। গোপীল্লভপুর-১ ব্লকের রক্তদাতাদের পাশাপাশি অন্যান্য ব্লকের রক্তদাতারা রক্তদান করেন।পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকজনও রক্তদান করেন। জাতীয় স্তরের এই রক্তদান উৎসবে পশ্চিমবঙ্গের রক্তদাতাদের পাশাপাশি ওড়িশা,ঝাড়খন্ড এমনকি বিহারের বাসিন্দা কয়েকজন রক্তদান করেন। রক্তদেন সম্প্রীতির পিতা সুদীপ কুমার খাঁড়া,মাতা মৃন্ময়ী ভূঞ্যা খাঁড়া,পিসিমা সান্ত্বনা খাঁড়া ঘোষ সহ অন্যান্য পারিবারিক সদস্য-সদস্যারা। সুদীপবাবুর এটি ছিল ৫০ তম রক্তদান। মৃন্ময়ীদেবী এই প্রথম রক্ত দিলেন। প্রেসার লো হবার কারণে এদিন রক্ত দিতে পারলোনা সম্প্রীতি এবং রক্তদিতে পারলেন না সম্প্রীতির মামা দিব্যকান্তি ভূঞ্যা। সবুজায়নের বার্তা দিতে চার গাছে জল ঢেলে এদিনের শিবিরের সূচনা হয় এবং রক্তদাতাদের হাতে উপহার হিসেবে একটি করে পেয়ারা গাছের চারা তুলে দেওয়া হয়। জন্মদিনের উৎসব উপলক্ষ্যে এদিন উভয় পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয় এবং সকলের জন্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়। উপস্থিত শুভানুধ্যায়ীরা সম্প্রীতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যান। এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সম্প্রীতির মাতামহ প্রাক্তন শিক্ষক দিলীপ কুমার ভূঞ্যা, সমাজকর্মী শিক্ষক অখিলবন্ধু মহাপাত্র, প্রাক্তন প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র পাল,সমাজকর্মী সত্যকাম পট্টনায়েক,কবি উৎপল তালধি, সমাজকর্মী মুরলীধর বাগ, কুইজ কেন্দ্রের সহ সম্পাদক প্রধান শিক্ষক সুভাষ জানা, কবি অনিমেষ সিংহ, প্রধান শিক্ষক শমীক পাত্র, শিক্ষক দীপক কুমার বাড়ি, সমাজকর্মী তন্ময় বক্সী, প্রধান শিক্ষক স্নেহাশিস চৌধুরী, শিক্ষক অরিন্দম দাস, শিক্ষক শান্তিদেব দে, শিক্ষক মনোরঞ্জন মান্না, শিক্ষক নরসিংহ দাস, শিক্ষক প্রদীপ সেনাপতি, সমাজকর্মী সুব্রত পাত্র,সমাজকর্মী কিশোর রক্ষিত, সুনীতা প্রধান, সমাজকর্মী দেবব্রত সেনাপতি, সূর্যশিখা ঘোষ, শিক্ষিকা দীপান্বিতা ঘোষ,অন্তরা বসু জানা, সমাজকর্মী কাকলি কর,সত্যবান ঘোষ,উৎপল জানা,সনুপ ঘোষ, দীপঙ্কর মাইতি, অমিতাভ দাশ,নীলকমল জানা,তারক পান্ডা প্রমুখ। এদিন পুলিশ দিবস উপলক্ষ্যে উপস্থিত দুই পুলিশ কর্মী এদিনের রক্তদাতা শুভরাজ আলি খান ও শুভ্রনীল জানাকে বিশেষভাবে সম্মানিত করা হয়। এদিনের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান শিক্ষক সুদীপ কুমার খাঁড়া । সুদীপবাবু বলেন, গ্রামীণ এলাকায় রক্তদান আন্দোলনের প্রসার ঘটাতে এবং আঠারো বছর পূর্ণ হলে রক্তদানে এগিয়ে আসার বার্তা দিতে তাঁরা এই উদ্যোগ গ্রহণ করেছেন। এদিনের শিবির ঘিরে পুরো আমরদা এলাকায় ছিল উৎসবের আমেজ। রক্তদাতা সহ প্রায় দুশো শুভানুধ্যায়ী এদিনের শিবিরে উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে এই পারিবারিক উদ্যোগের প্রশংসা করেছেন।

Latest