নিজস্ব সংবাদদাতা : বিনামূল্যে আইনি সচেতনতা শিবিরে খাড়বান্ধি এস সি হাই স্কুলের ছাত্র ছাত্রী দের বিভিন্ন বিষয়ে আইনি সচেতন করলেন বিচারক । মঙ্গলবার ২৫শে নভেম্বর ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বেলিয়াবেড়া ব্লকের খাড়বান্ধি এস সি হাই স্কুলের ছাত্র ছাত্রী দের বাল্য বিবাহ , পকশো , ড্রাগ সহ বিভিন্ন আইনি বিষয়ে সচেতন করেন সচিব তথা বিচারক রিহা ত্রিবেদী ।

বিনামূল্যে অফিসের নানান পরিষেবা সম্বন্ধে অবগত করেন অফিস মাস্টার সুব্রত বারিক।সাইবার ক্রাইম এবং ট্রাফিক আইন সমন্ধে সচেতন করেন বেলিয়াবেড়া থানার ওসি নীলু মন্ডল।উপস্থিত ছাত্র ছাত্রী দের সর্বদা পাশে থাকার বার্তা দেন ব্লকের অধিকার মিত্র রীতা দাস দত্ত ।উনি জানান, ছাত্র ছাত্রী সহ ওদের পরিবারের যেকোনো আইনি সমস্যার সমাধানের জন্য আমরা প্রতিজ্ঞা বদ্ধ। উক্ত শিবিরে প্রায় ২০০ জন ছাত্র ছাত্রী,অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ ঝাড়গ্রাম জেলা পরিষদের সদস্যা পুষ্প নায়েক এবং খাড়বান্ধি গ্রাম পঞ্চায়েত প্রধান সীতা সরেন উপস্থিত ছিলেন।

স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক চঞ্চল পাল জানান, স্কুলের ছাত্র ছাত্রী সহ সমাজ আইনি সচেতন হোক, অপরাধ বিহীন সুস্হ সমাজ গড়ে উঠুক, আজকে আমাদের স্কুলে একজন আইনি প্রতিনিধিকে পেয়ে আমরা সবাই খুবই খুশি।