Skip to content

সোমবার সন্ধ্যায় ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঝাড়গ্রামের সাঁকরাইলের বিস্তীর্ণ এলাকা!

ঝাড়গ্রাম নিজস্ব প্রতিবেদন: সোমবার সন্ধ্যায় আটটা থেকে প্রবল ঘূর্ণিঝড় হয় ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বিস্তীর্ণ এলাকা। ভাঙল গৃহস্থের একাধিক মাটির বাড়ি। সোমবার রাতে ঝড়ের তাণ্ডবে এলোমেলো হয়ে গেল বাড়ি ঘর, কোথাও ভেঙে পড়েছে মাটির বাড়ি, মাইতি পোল্টি ও এগ্রো ফার্মের তিন চারটি সেডের এসবাস্টার ও লোহার কাঠামো ভেঙে পড়েছে,কোথাও উড়ে গিয়েছে বাড়ির ছাউনি আবার কোথাও উড়ল শিশু শিক্ষা কেন্দ্রের ছাদ সব মিলিয়ে ঝড়ের তাণ্ডবে তছনছ সাঁকরাইল ব্লকের একাধিক এলাকা। শুরু হয় ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রপাত সহ শিলাবৃষ্টি। কয়েক মিনিটের ঝড়ে রাস্তায় ভেঙে পড়ে গাছ ভেঙে পড়ে মাটির বাড়ি । বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা। কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড ঝাড়গ্রামের সাঁকরাইল, গোপীবল্লভপুর ,জাম্বনী ব্লকের বিস্তীর্ণ এলাকা। সোমবার সন্ধ্যা থেকে সাঁকরাইল ব্লক জুড়ে শুরু হওয়া ঝড়ো হাওয়ার দাপট যার জেরে সাঁকরাইলের যুগিশোল গ্রামে ভেঙে পড়ে গৃহস্থের মাটির বাড়ির দেওয়াল। কয়েকটি গ্রামের বেশ কিছু কাঁচা বাড়ি গাছপালা ও একটি পোল্ট্রি ফার্মের মুরগির শেড ভেঙে পড়ে। মাইতি পোল্টি ও এগ্রো ফার্মের তিন চারটি সেডের এসবাস্টার ও লোহার কাঠামো ভেঙে গুড়িয়ে যায। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকার, খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ ক্ষয়ক্ষতি পরিদর্শনে যান।

Latest