Skip to content

ঝাড়গ্রাম জেলার বিনামূল্যে আইনি পরিষেবা পৌঁছে দিতে গ্রামে উপস্থিত বিচারক!

1 min read

নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ স্তরের সাধারণ মানুষের কাছে বিনামূল্যে আইনি পরিষেবার কথা পৌঁছে দিতে "আইনি সচেতনতা শিবির" অনুষ্ঠিত হলো খাসজঙ্গল গ্রামে।ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের কলমাপুকুরিয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় সোমবার অনুষ্ঠিত হলো "আইনি সচেতনতা শিবির"।

ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক রিহা ত্রিবেদী বাল্য বিবাহ , সাইবার ক্রাইম, পিতা মাতার ভালো ভাবে দেখভাল করা , প্রবীণ মানুষদের আইনি অধিকার সহ অন্যান্য নানান আইনি বিষয়ে আলোচনা করেন।ঝাড়গ্রাম ফ্যামিলি কোর্টের বিচারক দেবপ্রিয় বসু ঘরোয়া হিংসা রদ,মহিলাদের অধিকার,পারিবারিক নানান সমস্যার সমাধান সহ অন্যান্য নানান আইনি বিষয়ে আলোচনা করেন।উক্ত সচেতনতা শিবিরে প্রায় ২৫০ জন পুরুষ মহিলা সহ এলাকার ছাত্র ছাত্রীরাও উপস্থিত ছিলেন।

Latest