Skip to content

কাশ্মীরের ডাল লেকের হাউস বোট জ্বলে উঠলো দাউদাউ করে!

নিজস্ব প্রতিবেদন : কাশ্মীরের বিশ্বখ‌্যাত ডাক লেকে শনিবার ভোরে আগুন লাগে। যার ফলে বেশ কয়েকটি হাউস বোট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। নষ্ট হয়েছে কয়েক কোটির টাকার সম্পত্তি। স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী সূত্রে খবর, ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে এদিন ভোর পাঁচটা ১৫ মিনিট নাগাদ আগুন লাগে। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী একটি পর্যটন হাবে আগুন লাগে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। যদি প্রশাসন এবং দমকল বাহিনী এখনও আগুন লাগার প্রকৃত কারণ জানায়নি। দমকল জানিয়েছে, মোট পাঁচটি হাউস বোটে আগুন লেগেছে। ভষ্মীভূত হয়ে গেছে পাঁচটি হাউস বোটই। একইসঙ্গে কয়েক কোটি টাকার সম্পত্তিও ধ্বংস হয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে ডাল লেক। কাশ্মীর ভ্রমণে এলেই পর্যটকরা ‘শিকারা’ অর্থাৎ হাউস বোটগুলিতে থাকেন। হাউস বোটগুলিতে আগুন লাগার খবরে পর্যটকদের মধ‌্যে তৈরি হয়েছে উদ্বেগ। দু’দিন আগেই কাশ্মীরের মরশুমের প্রথম তুষারপাত প্রত‌্যক্ষ করেছেন পর্যটকরা। এরইমধ‌্যে হাউস বোটে আগুন লাগার ঘটনায় পর্যটকদের একাংশ চিন্তায় পড়ে গেছেন। ডাল লেকের হাউস বোটে থাকাটা কতটা নিরাপদ, তা নিয়েই তাঁদের মনে তৈরি হয়েছে সংশয়।

Latest