Skip to content

কাকদ্বীপে কালীমূর্তি ভাঙার ঘটনায় গ্রেপ্তার এক!

নিজস্ব সংবাদদাতা : কাকদ্বীপে কালীমূর্তি ভাঙার ঘটনায় গ্রেপ্তার এক। বৃহস্পতিবার সকালে সাংবাদিক সম্মেলন করেন সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও। তিনি বলেন, ‘আমরা তদন্ত শুরু করছি। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের কাউকেই ছাড়া হবে না।’ দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানা সূর্যনগর গ্রামপঞ্চায়েতের নস্করপাড়ায় এলাকায় একটি পুজো মণ্ডপের প্রতিমা ভাঙার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বুধবার ২২শে অক্টোবর ভোরবেলায় গ্রামের মানুষ দেখে, মা কালীর প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে।

যে মন্দিরে বছরের পর বছর গ্রামের মানুষ পূজা দিয়েছে, আশ্রয় পেয়েছে, সেই মন্দির আজ অপবিত্র হয়েছে দুর্বৃত্তদের হাতে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই এক ব্যক্তিকে (নারায়ণ হালদার) গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তি (নারায়ণ হালদার) কাকদ্বীপেরই বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যক্তির বাড়িতে হানা দেয় পুলিশ। বৃহস্পতিবার তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়েছে ।

Latest