নিজস্ব সংবাদদাতা : মুক্তি পেয়ে গেল বহু প্রতীক্ষিত ছবি কল্কি ২৮৯৮ এডি। এই সায়েন্স ফিকশন ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে দারুণ উন্মাদনা প্রথম থেকেই দেখা গিয়েছিল। বিশেষ করে ট্রেলার মুক্তি পাওয়ার পর। আর ছবি মুক্তি পেতেই সেটার আভাস ধরা পড়ল বক্স অফিসে। প্রথম দিনই রেকর্ড ব্রেকিং আয় করল প্রভাস এবং দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবিটি।কল্কি ২৮৯৮ এডি ছবিটি বৃহস্পতিবার, ২৭ জুন বড় পর্দায় মুক্তি পেল একাধিক ভাষায়। এদিন ভারতীয় বক্স অফিসে প্রায় ১০০ কোটি এবং বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি আয় করে ফেলেছে বলেই জানা যাচ্ছে। কল্কি ২৮৯৮ এডি হিন্দি, তামিল,তেলেগু,মালায়লাম এবং কন্নড় ভাষায়ও মুক্তি পেয়েছে।ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন এবং কমল হাসান। ছবিটিতে বিজয় দেবেরকোন্ডা এবং দুলকার সালমানের ক্যামিও উপস্থিতি রয়েছে।