Skip to content

রাধামোহনপুর স্পোর্টস ক্যারাটে একাডেমীর পরিচালনায় কারাতে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা!

নিজস্ব সংবাদদাতা :  রাস্তাঘাটে অপ্রীতিকর ঘটনার সংখ্যা ক্রমেই বাড়ছে। কখনও মেয়ে, কখনও আবার ছেলেরা রাস্তাঘাটে বিপদে পড়ছে। সেই কারণে আত্মরক্ষায় জোর দিচ্ছে মানুষ। এই আত্মরক্ষার এক অন্যতম মাধ্যম ক্যারাটে প্রশিক্ষণ। এবার পশ্চিম মেদিনীপুর জেলার রাধামোহনপুরে স্পোর্টস ক্যারাটে একাডেমীর পরিচালনায় সেই ক্যারাটের জেলাভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হল। এই বিশেষ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ১০৫ জন প্রতিযোগী অংশ নেন। ছেলে প্রতিযোগির সংখ্যা ছিল ৬৫ জন এবং মেয়েদের সংখ্যা ছিল প্রায় ৪০ জন। উপস্থিত ছিলেন মিহির বাগ,বিবেক পাল,অসিত কুমার হড়,অখিলেশ মোদক,তাপু চক্রবর্তী,ডেভিড ভারগেস, সূর্যকান্ত পাল, রুপম জালুয়া, রাজদীপ গুইন, সাগর পাত্র, আগন রাও ও অভিজিৎ মেটলা প্রমুখ।

ক্যারাটে এক ধরণের বিশেষ প্রশিক্ষণ। বর্তমান সময়ে আত্মরক্ষার জন্য প্রত্যেকেরই এই প্রশিক্ষণ নেওয়া জরুরি বলে মনে করেন অনেকে। এখন শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এই প্রশিক্ষণ নেয় বহু ছেলেমেয়ে। এই প্রশিক্ষণ শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শিশু ও কিশোরদের মধ্যে শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও মানসিক দৃঢ়তা গড়ে তোলে। এছাড়াও পথেঘাটে আত্মরক্ষার জন্য বিশেষ কাজেও আসে। স্বাভাবিকভাবেই বর্তমান সময়ে ক্যারাটে শেখার প্রবণতাও তাই ঊর্ধ্বমুখী।

Latest