নিজস্ব প্রতিবেদন : ‘আমি ক্ষমাপ্রার্থী, আমার কথা ফিরিয়ে নিচ্ছি’: জনসংখ্যা নিয়ন্ত্রণ মন্তব্য নিয়ে বিতর্কের মধ্যে বড় বিবৃতি নীতীশ কুমারের।। আমার মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি শুধু নারী শিক্ষার কথা বলেছি। আমার বক্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী,” জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে নারী শিক্ষা সংক্রান্ত গতকালের মন্তব্য প্রসঙ্গে এমনটাই বলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গতকাল জন সংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে রাজ্য বিধানসভায় বক্তৃতা দিয়ে গিয়ে বিরোধীদের ক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী।
কেন প্রকাশ্যে ক্ষমা চাইতে হল বিহারে মুখ্যমন্ত্রীকে?
