অরিন্দম চক্রবর্তী: বৃহস্পতিবার সাইবাবা ভক্তদের জন্য সবচেয়ে পবিত্র দিন, যা বিশেষত গুরু হিসেবে তাঁকে উৎসর্গ করা হয়। ১৮ ই ডিসেম্বর বৃহস্পতিবার তৃতীয় বর্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করলো খড়গপুর শহরের ১৮নম্বর ওয়ার্ডের সিরডি সাঁইবাবা সেবা সংঘ।এই ক্যাম্পে এদিন ৮০ জনের চক্ষু পরীক্ষা করা হয়।

এদের মধ্যে ৩০ জনের ছানি অপারেশন হবে বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানা গেল। মন্দির প্রাঙ্গণে এদিন চক্ষু পরীক্ষা করেন ঘাটাল দাসপুরের গান্ধী মিশনের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

মন্দিরের সম্পাদক লক্ষণ রাও সভাপতি নারায়ন রাও বলেন-আমরা সেবা দলের সব সদস্যরা প্রতি বৃহস্পতিবার মন্দির প্রাঙ্গনে নারায়ণ সেবার আয়োজন করি। এছাড়া বছরে একবার মন্দিরে বিশেষ পুজোপাঠের আয়োজন করি, এতে কয়েক হাজার ভক্তবৃন্দকে অন্ন দান করা হয়।