Skip to content

খড়গপুরে ২৫তম গৌতম চৌবের মৃত্যুবার্ষিকী স্মরণে অঙ্গীকার সভা!

1 min read

অরিন্দম চক্রবর্তী : প্রতিবছর ১১ই সেপ্টেম্বর পালিত হবে শহীদ গৌতম চৌবের স্মরণে প্রতিবাদ সভা এবং মশাল মিছিল পালিত হবে। তারই প্রস্তুতিচলছে বুধবার খড়্গপুরে। গৌতম চৌবের খড়গপুরের একজন পরিচিত মুখ ছিলেন এবং তাঁর হত্যাকাণ্ডের ঘটনাটি বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।

উপস্থিত ছিলেন খড়্গপুর বইমেলা কমিটির সম্পাদক দেবাশীষ চৌধুরী, বি. হরিশ কুমার,সি এস বিষ্ণু প্রসাদ ও রাজনৈতিক দলের নেতৃত্বরা। সভার আহায়ক দেবাশীষ চৌধুরী বলেন খড়্গপুর এর মাটিতে আর নতুন কোন সমাজবিরোধীর উত্থান হতে দেব না এটাই আমাদের অঙ্গীকার।

Latest