Skip to content

খড়গপুরে "আমাদের পাড়া- আমাদের সমাধান" রাস্তা নির্মাণ নিয়ে রেল-পৌরসভা সংঘর্ষ, ২৭ নম্বর ওয়ার্ডে উত্তেজনা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : খড়গপুর শহরের রেল প্রশাসন এবং পৌর কর্পোরেশনের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন আবারও প্রকাশ্যে এসেছে। বুধবার রাজ্য সরকারের "আমাদের পাড়া, আমাদের সমাধান" প্রকল্পের আওতায় ২৭ নম্বর ওয়ার্ডে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, রেল কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেওয়ার সময় নির্মাণ কাজ সুষ্ঠুভাবে চলছিল।

'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচিতে কাজ চলাকালীন বাধা দেওয়ার অভিযোগ উঠল রেলের বিরুদ্ধে। রেলের IOW-র আধিকারিকরা গিয়ে বাধা দেন বলে অভিযোগ। পরে সেখানে ADRM-ও যান বলেই দাবি। ঘটনা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় খড়্গপুর শহরের রেল এলাকা হিসেবে বলে পরিচিত ২৭নং ওয়ার্ডের বাংলো সাইডের শিব মন্দির এলাকায়। ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রোহন দাস বলেন, 'এই এলাকাটি তৃণমূলের দখলে বলেই বাধা দেওয়া হচ্ছে। তবে আমরা বাধা মানিনি। কাজ চলছে। পাশের ২৬নং ওয়ার্ডটি বিজেপি-র।

সেখানে রেলের তরফে কোন বাধা দেওয়া হয়নি।' এই বিষয়ে সরাসরি রেলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, IOW-র এক আধিকারিক বলেন, 'কাজে বাধা দেওয়া হয়নি। যা বলার কাউন্সিলরকে বলা হয়েছে।ঘটনার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। বাসিন্দারা বলছেন, রাস্তার বেহাল অবস্থার কারণে তারা দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে, রেল প্রশাসন এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

Latest