Skip to content

খড়গপুরের বালাজি মন্দির প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবির!

1 min read

খড়গপুর অরিন্দম চক্রবর্তী : খড়গপুরের ওল্ড সেটেলমেন্ট বালাজি মন্দিরের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ৫ই ফেব্রুয়ারি ২০২৫।মন্দিরের সভাগৃহে এই শিবিরে এদিন তিনজন মহিলা সমেত ৩০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন ডাঃ উৎপল দাসের নেতৃত্বে মহকুমা হাসপাতালের আটজনের চিকিৎসক টিম। সহযোগিতায় ছিলেন ভলান্ডারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সদস্য বিজনলাল দত্ত ও পার্থপ্রতিম চক্রবর্তী। রক্তদান শিবিরটি এ বছর দশম বর্ষে পড়লো বলে জানান মন্দির কমিটির সম্পাদক আর কিশোর ও সহ-সম্পাদক শ্রীরাও। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাউন থানার আইসি রাজীব পাল, প্রাক্তন এম এল এ প্রদীপ সরকার,অসিত পাল, লালবাবু, অলক আরিক সহ আরো বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Latest