Skip to content

বিকট শব্দে কেঁপে উঠল বালিচক রেলস্টেশন!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রবিবার ৯ই নভেম্বর সাতসকালে খড়্গপুর রেল ডিভিশনের বালিচক স্টেশনে ঘটে গেল এক আতঙ্ক জনক দুর্ঘটনা সদৃশ ঘটনা আচমকাই এক মালগাড়ির ইঞ্জিন নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে লাইন থেকে প্ল্যাটফর্মের দিকে উঠে যায়। মুহূর্তের মধ্যেই গোটা স্টেশনে ছড়িয়ে পড়ে বিকট শব্দ। উপস্থিত যাত্রী ও রেলকর্মীদের মধ্যে শুরু হয় হইচই ও চিৎকার।

রেল কর্তৃপক্ষ ও আরপিএফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্ভবত ইঞ্জিনের ব্রেক সিস্টেমে ত্রুটি থাকার কারণেই এই বিপত্তি ঘটে। যদিও বড়সড় কোনও দুর্ঘটনা খবর নেই।রেল বিভাগ ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। খড়্গপুর ডিভিশনের এক আধিকারিক জানিয়েছেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে ইঞ্জিনের প্রযুক্তিগত দিক খতিয়ে দেখা হচ্ছে।”অল্পের জন্য এ দিন এক বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বালিচক স্টেশন।

Latest