অরিন্দম চক্রবর্তী : ২৬শে জুলাই শনিবার খড়গপুর নাগরিক সংঘ এবং গোলখুলি দুর্গা মন্দির কমিটির পরিচালনায় ২৩ তম বর্ষের চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় ট্রাফিক গোলখুলির দুর্গা মন্দিরের সভা গৃহে। চক্ষু পরীক্ষা করেন চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতনের চিকিৎসকেরা। এদিন অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অরূপ ভার্মা, সমাজসেবী সুরেশচন্দ্র দ্বিবেদী, কল্যাণী মেমোরিয়াল ট্রাস্ট এর কর্ণধার গৌতম চন্দ।

এছাড়া ছিলেন বিশিষ্ট খেলোয়াড় রিনা বেরা, রাজনীতিবিদ বিবেকানন্দ দাস চৌধুরী। সাথে ছিলেন উমা রায় এবং ইন্দ্রানী ভট্টাচার্য। ক্যাম্পের তত্ত্বাবধানে ছিলেন মহেন্দ্রনাথ মাইতি। এদিন ১০৫ জন মানুষের চক্ষু পরীক্ষা করা হয়। এদের মধ্যে যাদের ছানি রয়েছে তাদের বিনামূল্যে অপারেশন হবে। এছাড়া সাধারণ চোখে রোগের জন্য ঔষধ এবং চশমা বিনামূল্যে বিতরণ করা হয় বলে জানা গেছে। এছাড়া সাধারণ রোগীদের ঔষধ এবং চশমা বিনামূল্যে দেয়া হবে বলে সংস্থার পক্ষ থেকে জানা গেছে। এই শিবির উপলক্ষে এলাকার মানুষদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা দেখা যায়।