Skip to content

বয়স্ক জনসংখ্যার ন্যায়বিচারের অভাবের কারণে নির্যাতনের শিকার!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : বেশিরভাগ বয়স্কদের পরিবারের যত্নের উপর নির্ভর করতে হয়, যা তাঁদের দুর্বল করে তোলে। তাঁদের দুর্ব্যবহার, নির্যাতন ও হয়রানি মূলত করা হয় নিজের পরিবারেই। বয়স্কদের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহিলাদের। আর এর কারণ হল আর্থিক অবস্থা, অন্যের উপর নির্ভরতা ও পুরুষের তুলনায় দীর্ঘ জীবন। তিন ছেলে-মেয়ে, স্বামী নিয়ে সংসার। সেখানে নির্যাতনের শিকার হতেন বৃদ্ধা। দিনের পর দিন নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে ছাড়লেন বাড়ি। এখন তাঁর ঠাঁই মেদিনীপুর শহরের গৃহহীন বৃদ্ধ-বৃদ্ধাদের হোমে। মঙ্গলবার তাঁকে ওই হোমে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিল মেদিনীপুর পৌরসভা। জানা গিয়েছে, ছবি ঘোষ নামে ওই বৃদ্ধার বাড়ি কংসাবতী নদীর ওপারে খড়গপুর গ্রামীণ এলাকায়।সেইমতো মঙ্গলবার ওই বৃদ্ধা গিয়েছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খানের কাছে। সমস্ত বিষয়ে জানানোর পর আপাতত তাঁকে আশ্রয় দিয়েছে সরকারি ভাবে থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের হবে। পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান বলেন, ওই মহিলা বাড়িতে নির্যাতনের কারণে ছেড়ে চলে এসেছেন। মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ছিলেন। আপাতত সরকারিভাবে বাসস্ট্যান্ডে বৃদ্ধ-বৃদ্ধাদের যে হোম রয়েছে সেখানেই রাখা হচ্ছে।

Latest