নিজস্ব সংবাদদাতা : বড় সাফল্য খড়্গপুর জিআরপি-র। চলন্ত এক্সপ্রেস ট্রেন থেকে ছিনতাই হওয়া প্রায় ১৫ লক্ষ টাকার গয়না উদ্ধার করলেন তদন্তকারী দল। গ্রেপ্তার করা হয়েছে ছিনতাইবাজ-সহ ৩ জনকে। বৃহস্পতিবার দুপুরে খড়্গপুরে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানান খড়্গপুর ডিভিশনের এসআরপি দেবশ্রী সান্যাল।সাংবাদিক বৈঠকে খড়্গপুর ডিভিশনের এসআরপি দেবশ্রী সান্যাল জানান, গত শনিবার (১ নভেম্বর) নিজের আত্মীয়দের সঙ্গে কামাক্ষা-পুরী এক্সপ্রেসে চেপে ভুবনেশ্বরে একটি পারিবারিক অনুষ্ঠান যোগ দিতে যাচ্ছিলেন দোলন দাস। ট্রেন খড়গপুর স্টেশনে ঢোকার ঠিক আগে, গতি কমায়।

ঠিক সেই সুযোগেই দোলনের হাতে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে, চলন্ত ট্রেন থেকে নেমে যায় এক দুষ্কৃতী। শনিবার রাতেই খড়্গপুর জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা যাত্রী।অভিযোগ দায়েরের পরই দ্রুত তদন্তে নামেন খড়্গপুর জিআরপি-র পুলিশ আধিকারিকরা। মোহাম্মদ নূর আলম ওরফে সাদ্দাম হোসেন নামের হাওড়ার ওই অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন খড়গপুর জিআরপিএসের তদন্তকারী অফিসার ইনস্পেক্টর প্রশান্ত কীর্তনীয়া।ওই ট্রেনে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মঙ্গলবার (৪ নভেম্বর) হাওড়ার থেকে গ্রেপ্তার করা হয় সাদ্দাম হোসেন ওরফে নূর আলমকে। রাতে ভুবনেশ্বরের দোকান থেকে সমস্ত গহনা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন এসআরপি দেবশ্রী সান্যাল। ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করে হেফাজতে (পুলিশ হেফাজতে) নেওয়ার আবেদন জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।