নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার রাতের আকাশে যখন চারদিক নিস্তব্ধ, ঠিক তখনই পুরী-জয়নগর সাপ্তাহিক এক্সপ্রেসে জন্ম নিল এক নতুন জীবন। রাত প্রায় ১০টা নাগাদ, ট্রেন যখন হিজলি স্টেশনে ঢোকার মুখে— সেখানেই এক গর্ভবতী মহিলা কন্যাশিশুর জন্ম দেন। আনন্দে ভরে ওঠে গোটা কামরা। রেল সূত্রে খবর, নবজাতকের মা বিহারের দরভাঙ্গা জেলার হাতৌরি গ্রামের বাসিন্দা রানি কুমারী। তিনি ওড়িশার কটক থেকে তাঁর শ্বাশুড়ির সঙ্গে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পুরী-জয়নগর এক্সপ্রেসে (১৮৪১৯)।

কিন্তু যাত্রাপথেই ঘটে যায় জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত। যাত্রাপথে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেল ডিভিশনের অন্তর্গত হিজলি স্টেশনে ঢোকার ঠিক আগেই ট্রেনের মধ্যেই প্রসব বেদনা ওঠে রানি কুমারীর। উপস্থিত যাত্রীদের সহায়তায় তিনি ট্রেনের কামরাতেই এক কন্যাশিশুর জন্ম দেন।ঘটনার খবর ট্রেনের টিটিই-র মাধ্যমে রেল কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। সঙ্গে সঙ্গে খড়গপুর রেল হাসপাতালের এক মেডিক্যাল টিম হিজলি স্টেশনে পৌঁছে মা ও নবজাতককে নিরাপদে নামিয়ে খড়গপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে যায়।রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমানে মা ও শিশুটি দু’জনেই সম্পূর্ণ সুস্থ রয়েছেন। রানি কুমারী ও তাঁর নবজাতকের দেখভালের সমস্ত দায়িত্ব নিয়েছে খড়গপুর রেলওয়ে হাসপাতাল। এই খবর ছড়িয়ে পড়তেই রেলযাত্রীদের মধ্যে খুশির হাওয়া। অনেকেই বলেন, “রেলের কোলে জন্ম নেওয়া এই শিশু যেন সৌভাগ্য বয়ে আনে ভারতীয় রেলের জন্য।” কামরার যাত্রীরা নতুন জীবনের আগমন উদযাপন করেন করতালিতে।