Skip to content

খড়গপুর আইআইটিতে পালিত হলো আত্মহত্যা প্রতিরোধ দিবস!

1 min read

নিজস্ব সংবাদদাতা : দেশের বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে একের পর এক এই ধরনের ঘটনা ঘটে চলেছে। বুধবার ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর সম্প্রদায় "বি দ্য লাইট ওয়াকাথন"-এর জন্য একত্রিত হয়েছিল এবং মশাল মিছিল বের করেন। শিক্ষার্থী, অনুষদ সদস্য, ডিন, প্রাক্তন শিক্ষার্থী এবং কর্মীরা স্কলারস অ্যাভিনিউ ধরে সংহতি প্রকাশ করে আশা, স্থিতিস্থাপকতা এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেন। আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তী জানান শিক্ষার্থীদের চ্যালেঞ্জের মুখোমুখি হলে যেন কথা বলেন এবং সমস্যা ভাগ করে নেওয়ার আহ্বান জানান, সবাইকে মনে করিয়ে দেন যে এই যাত্রায় কেউ কখনও একা নয়। তাই আমাদের উচিৎ সকলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যাতে দুর্ভাগ্যজনকভাবে অকালেই কোনো প্রাণ না হারিয়ে যায়। এই অনুষ্ঠানে হোপ বোর্ডে অঙ্গীকারের মাধ্যমে সম্মিলিত শক্তি উদযাপন করা হয়।

Latest