খড়গপুর অপুর্ব মজুমদারঃ বাংলাজুড়ে শক্তির আরাধনা। খড়গপুরের জমজমাট কালীপুজো।মালঞ্চ কালীপূজো কমিটির (যুব সংঘ ক্লাব) ৫৭ তম বর্ষের কালীপুজো উদ্বোধন করলেন সাংসদ জুন মালিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন কল্যানী ঘোষ, প্রদীপ সরকার, বি. হরিশ কুমার, নমিতা চৌধুরী, রীতা শর্মা, দীপক কুমার দাশগুপ্ত, ডঃ অনুপ মল্লিক, সৌমেন চক্রবর্তী, স্বপন সিনহা, দিবাকর চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জী,সন্দীপ সিংহ,অসিত পাল,দেবাশীষ চৌধুরী,রিতা শর্মা প্রমুখ।এইদিন সিধু-কানু-বিরষা ক্লাবেরও পূজো উদ্বোধন করেন সাংসদ জুন মালিয়া। উপস্তি ছিলেন প্রদীপ সরকার, বি. হরিশ কুমার, নমিতা চৌধুরী, সুনিল দাস, বাপি কালন্দি, পৃথ্বিরাজ ঘোষাল, এস. এন. শর্মা,সন্দীপ সিংহ,অসিত পাল প্রমুখ।